টেস্ট অভিষেকে শতক করেননি লিটন দাস, পাননি অর্ধশতকও; সব মিলিয়ে খেলেছেন ৪৫ বল। তাতেই নজর কেড়েছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। তার ব্যাটিংয়ে মুগ্ধ মুশফিকুর রহিমের বিশ্বাস, অনেক বছর দেশের হয়ে খেলবেন এই তরুণ।
RELATED STORIES
-
2015-06-14 19:50:44.0
-
2015-06-14 20:24:15.0
-
2015-06-14 21:37:26.0
-
2015-06-14 20:05:32.0
-
2015-06-14 21:54:51.0
-
2015-06-14 21:25:00.0
-
2015-06-14 15:11:20.0
-
2015-06-14 20:45:31.0
-
2015-06-14 20:56:02.0
-
2015-06-14 18:01:54.0
ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটনের। তার ৪৪ রানের ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা। তার ব্যাটিংয়ে অনেক দূর যাওয়ার ছাপ ঠিকই অধিনায়কের চোখে পড়েছে।
“যদি আপনি খেয়াল করেন, দেখবেন তার শটগুলো এরিয়াল ছিল, কিন্তু খুব যে উল্টাপাল্টা খেলেছে তা নয়। তার যে সামর্থ্য, সে অনুযায়ীই খেলেছে।”
ঘরোয়া ক্রিকেটে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেললেও টেস্টে সাত নম্বরে ব্যাট করেন লিটন। পজিশন অনুযায়ী আক্রমণাত্মক ব্যাটিংয়ে কোনো দোষ দেখছেন না মুশফিক।
“ঘরোয়া ক্রিকেটে লিটন সাধারনত এভাবেই খেলে থাকে। সেদিক থেকে বলব, সে হয়তো আর একটু সময় নিয়ে খেলতে পারত। এখন যদি একজন খেলোয়াড় ১০০ বলে ১১০ বা ১২০ রান করতে পারে তাহলে সাত নম্বরে এরচেয়ে আক্রমণাত্মক অপশন আর কী হতে পারে।”
এই পজিশনে অনেক সময়ই টেল এন্ডারদের নিয়ে খেলতে হয় বলে লিটনের আক্রমণাত্মক শট খেলার সামর্থ্যকে ইতিবাচক হিসেবে দেখছেন অধিনায়ক।
“অনেক সময় দ্রুত রানেরও দরকার আছে। এটা ওর প্রথম ম্যাচ ছিল। সে হয়তো কিছুটা স্নায়ুচাপে ভুগছিল। আশা করছি, সে যত খেলবে তত শিখবে। আশা করি, ও অনেক অনেক বছর বাংলাদেশের পক্ষে খেলবে।”
আঙুলের চোটে মুশফিক কিপিং করতে না পারায় ফতুল্লা টেস্টে অভিষেক হয় লিটনের। ম্যাচে বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাটি আসে তার ব্যাট থেকে।
No comments:
Post a Comment